1. admin@banglareport24.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

সোহাগ কাজীর বউ বিরোধ দেশে-প্রবাসে জনপ্রিয়তায় শীর্ষে

  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৮৮ বার পঠিত

বিনোদন ডেস্ক

সোহাগ কাজীর বউ বিরোধ দেশে-প্রবাসে জনপ্রিয়তায় শীর্ষে। অতিতের সকল ধারাবাহিককে এক একে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এই বউবিরোধ-এর ৬০০ তম পর্ব নাগরিক-এ আগামী ৭ ফেব্রুয়ারি প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন নাট্যজন সোহাগ কাজী। শনি থেকে বুধবার প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হয় নাটকটি। এতে অভিনয় করেছেন রওনক হাসান, হাসান মাসুদ, নাদিয়া আহমেদ, চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, হায়দার আলী, ডলি জহুর, অলিউল হক রুমি, শফিক খান দিলু, সুবর্না মজুমদার,রেশমি,এস এম কামরুল বাহার,তারেক সপন,সুচনা শিকদার,সোহেল খান, নিলা ইসলাম, সিদ্দিক, ফারজান ছবি, জামাল রাজা, ডন, ফাতেমা হিরা, নরেশ ভুইয়া, আমানুল হক হেলাল, আশিক চৌধুরীসহ আরো অনেকে।

‘বউ বিরোধ’ ধারাবাহিক নাটকটি একটি হাস্যরসাত্মক নাটক। গল্পে দেখা যায়, শান্তিপুর গ্রামের দুটি সম্ভ্রান্ত পরিবার বাস করে। শিকদার পরিবার এবং তরফদার পরিবার। শিকদার ও তরফদার আপন দুই ভাই। তরফদার বড়, শিকদার ছোট। তরফদার এবং শিকদারের দুই বউ রেহেনা ও শাহানা আপন দুই বোন।
তরফদার ও শিকদার ভাইয়ে ভাইয়ে ভায়রা হয়েছে। রেহেনা শাহানা বোনে বোনে দুই বউ, একে অপরকে সহ্য করতে পারে না। তাদের মধ্যে সব সময় বিরোধিতা লেগেই থাকে। সেই বিরোধিতার জের ধরে তরফদার ও শিকদার তাদের নিজ নিজ বউয়ের সাপোর্ট নিয়ে দুই পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঘটায় নানা হাস্যকর কাণ্ড।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park