1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন

ওমরাহ শেষে দেশে সাকিব

  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার সকালে ঢাকা পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান। বিপিএলের মাঝপথে দুদিনের বিশ্রাম পায় সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। প্রথম পর্বের বাকি দুই ম্যাচ এখন কেবল মাত্রই আনুষ্ঠানিকতা। তাই বিশ্রামের এই সুযোগ কাজে লাগাতে গত শুক্রবার রাতে ওমরাহ পালন করতে সৌদির উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ফরচুন বরিশাল। জানা গেছে ওই ম্যাচে খেলবেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়ও। উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park