স্টাফ রিপোর্টার :
আদিবাসী অধিকার বাস্তবায়নে নিরন্তর রাজপথে কাজ করছেন জেরাব সভাপতি লিটন দ্রং। তিনি গারোদের দাবি বাস্তবায়নের দাবিতে অবিরাম কাজ করছেন। তিনি এক যুগেরও অধিক সময় ধরে গারো নারী-পুরুষ বৈষম্য সমাধানের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি স্মারকলিপি প্রদান, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তিনি মনে করেন- নারীদেরকে গারো সমাজে যথাযথ সম্মানের নামে অপমান করছে, এতে পুরুষদেরও চরম অপমান ও অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে।