ডেস্ক রিপোর্ট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্র বা বলিউডে কাজ করেন। সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন নার্গিস। এরপর ২০১১ সালের বলিউড চলচ্চিত্র ‘রকস্টার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন তিনি। চলচ্চিত্রটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়েন। তারপর বেশ কয়েকটি হিট চলচ্চিত্রে কাজ করেছেন নার্গিস। যদিও সাম্প্রতিক সময়ে মিডিয়ার আড়ালেই রয়েছেন অভিনেত্রী। বলিউডে তেমন কোনো কাজেই দেখা যায়নি তাকে। মাঝে বেশ কয়েকবার অভিযোগ এনেছিলেন বলিউডে নির্মাতাদের বিরুদ্ধে। কাস্টিং কাউচের মতো বিষয়েও অভিযোগ তুলেছিলেন নার্গিস। তবে ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, আবারও বলিউডে ফিরতে যাচ্ছেন নার্গিস।
তবে বলিউড থেকে আড়ালে থাকলেও ভক্তদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সংযোগ রেখেছেন নার্গিস ফাখরি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন। ভক্তদের সাথে নিজের সব আপডেট শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করেছেন নার্গিস। নীল রঙের বুগি নাইটস টাক্সেডো ব্লেজারে দেখা গেছে অভিনেত্রীকে। নীলে যেন নীলাঞ্জনা নার্গিস ফাখরি! ছবিগুলো শেয়ার করে নার্গিস লিখেছেন, ‘আমি নীল ভালোবাসি।’ এরপর ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আপনাদের প্রিয় রং কী?’
অভিনেত্রীর ছবিতে ভক্ত-অনুরাগীদের মন্তব্য করে মতামত জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ বলছেন, ‘নীলে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে।’ কারো মন্তব্য, ‘আবার অভিনয়ে কবে ফিরবেন?’ কেউ কেউ অভিনেত্রীর প্রশংসা করে বলছেন, ‘আপনি আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী।’ অভিনেত্রীর রূপের প্রশংসা করে অনেকেই লিখেছেন, ‘বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল নার্গিস।’
তবে নীল পোশাকে নীলাঞ্জনার মতোই সেজেছেন অভিনেত্রী। মুগ্ধ করেছেন সকলকে। পর্দায় নিয়মিত না থাকলেও ভক্তকুলে জনপ্রিয়তা মোটেই কমেনি নার্গিসের।
এদিকে বলিউডে দীর্ঘদিন পর দেখা যাবে নার্গিস ফাখরিকে। অনুপম খেরের ‘শিব শাস্ত্রী বালবোয়া’ চলচ্চিত্রে পর্দায় দেখা যাবে নার্গিস ফাখরিকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নীনা গুপ্তা ও যুগল হাসরাজ। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।