1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত : সেভ দ্য রোড-এর শোক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নিহতের নাম সজীব চন্দ্র বর্মণ (৩৫)। তিনি এগারো সিন্ধু প্রভাতী নামে একটি ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

নিহত সজীব গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে। তিনি মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।

রোববার সকাল পৌনে ৮টার দিকে উত্তরার জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর এসব তথ্য জানান।

এসআই জানান, রোববার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি ট্রেন বিমানবন্দর পার হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনটি উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এলাকায় পৌঁছলে ওই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যান পরিচ্ছন্নতাকর্মী সজীব চন্দ্র।

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে- ট্রেন দুর্ঘটনায় নিহত সজীব চন্দ্র ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়ত তিনি পড়ে যেতে পারেন বলে প্রাথমিক ধরণা পুলিশের।

এসআই আলী আকবর জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বিমানবন্দর ঢাকা রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি একমাত্র সংগঠন সেভ দ্য রোড।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park